পাওনা টাকা না পেয়ে বাড়ির উঠান থেকে মাটি কেটে নিলেন সাবেক যুবদল নেতা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগনা গ্রামের এক ব্যক্তির বাড়ির উঠান থেকে মাটি কেটে নিয়েছেন সাবেক যুবদল নেতা মাসুদ সিকদার।
বুধবার বাড়ির মালিক মো. আজহার সাংবাদিকদের এ কথা জানান।
মাসুদ মির্জাপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। সূত্র জানিয়েছে, সম্প্রতি কেন্দ্র থেকে উপজেলা কমিটি বাতিল করা হয়। যে কারণে এখন আর তিনি কোনো পদে নেই।
আজহার জানান, টাকা বকেয়া রেখে মাসুদের কাছ থেকে তিনি ইট কিনেছিলেন। তবে সময় মতো পরিশোধ করতে পারেননি। গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে এক্সকাভেটর (খনন যন্ত্র) দিয়ে মাসুদ তার বাড়ির উঠান থেকে ৮৬ ট্রাক মাটি কেটে নিয়ে যান।
মাসুদের কাছ থেকে মোট এক লাখ টাকা নিয়েছিলেন বলে জানান আজহার।
এ ব্যাপারে জানতে চাইলে মাসুদ সাংবাদিকদের বলেন, 'চার বছর আগে আজাহার আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। বাড়ির মাটি বিক্রি করে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে পরবর্তীতে কয়েক দফায় আরও ৫০ হাজার টাকা নেন।'
'তার প্রতিশ্রুতি অনুযায়ী, বাড়ির উঠান থেকে মাটি কেটে নেওয়া হয়েছে। এখন বিভিন্ন কথা বলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে,' বলেন তিনি।
আজহার দাবি করেন, মাসুদ তার কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: