মিরসরাইয়ে বিএনপি প্রার্থী নুরুল আমিনকে সংবর্ধনা উপলক্ষে কৃষকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ২৩:১১ পিএম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান পবিত্র উমরাহ সম্পন্ন করে দেশে ফিরছেন।

আগামীকাল সোমবার (২৪ নভেম্বর) তাকে বরণ করে নিতে মিরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করতে প্রস্তুতি সভা করেছে মিরসরাই উপজেলা কৃষকদল।
 
রবিবার (২৩ নভেম্বর) বিকালে মিরসরাই সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু দাউদ।
 
সভায় বক্তারা বলেন, পবিত্র উমরাহ থেকে দেশে ফিরে আসা নুরুল আমিন চেয়ারম্যানকে গণসংবর্ধনা প্রদান একটি রাজনৈতিক ঐক্য ও উৎসবমুখর পরিবেশ তৈরি করবে। তার নেতৃত্বে মিরসরাইয়ে বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করতে দলীয় নেতাকর্মীদের আন্তরিকতা, ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান বক্তারা।
 
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নুরুল করিম বাবলু, যুগ্ম আহ্বায়ক মোরশেদ খান ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক হানিফ মিঝি, মিরসরাই পৌর কৃষকদল নেতা মোশাররফ হোসেন ও মো. সবুজ।
 
এছাড়া উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার কৃষকদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর