মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল ।
আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১০:৫৬ পিএম

গাজীপুর জেলার কালিগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: ১৪ মার্চ বৃহস্পতিবার কালিগঞ্জ আর আর এন সরকারি পাইলট স্কুল মাঠে কালিগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃআশাদ এর সভাপতিত্বে পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপিরপ্রধান উপদেষ্টা সুলেমান আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএনপিরসাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম প্রদান, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মোশারফ হোসেন লিটন, খোরশেদ আলম কাজল, সাবেক পৌর মেয়র লুৎফর রহমান, বিএনপি নেতা মনির উদ্দিন মিঠু, স্বেচ্ছাসেবক দলের নেতা ইনজামামুল হক জাকির, শওকত আকবর সহ উপজেলা বিএনপি ও অঙ্সংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: