চট্টগ্রামে কারখানার আগুন নেভেনি এখনো, ভবন ধসের শঙ্কা

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ১৯:১০ পিএম

চট্টগ্রামে কারখানার আগুন নেভেনি এখনো, ভবন ধসের শঙ্কা

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) পোশাক কারখানায় লাগা আগুন তিন ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং বিমান বাহিনীর ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে। দীর্ঘ সময় ধরে পুড়তে থাকায় আট তলা ভবনটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন, ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়ে সপ্তম ও অষ্টম তলায় ছড়িয়ে পড়েছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুনের ভয়াবহতার কারণে ভবনের কাছে ও ভিতরে গিয়ে আগুন নেভানোর সুযোগ নেই।

তিনি জানান, আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবন থেকে ২০ থেকে ২৫ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ আছেন কি না, তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানার যে ফ্লোরগুলোতে আগুন লেগেছে, সেগুলোতে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু আছে। ফলে, আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আর কয়েক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা না গেলে ভবনটি ধসে পড়তে পারে।

 

আগুন লাগা কারখানাটির নাম অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড। এখানে মূলত চিকিৎসার কাজে ব্যবহৃত তোয়ালে ও অ্যাপ্রোন জাতীয় পোশাক তৈরি হয়।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর