সিরাজদিখানে দি পপুলার জেনারেল এন্ড আই হসপিটালের সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫ ১৭:০৭ পিএম

রুবেল ইসলাম.তাহমিদ,মুন্সীগঞ্জ প্রতিনিধি: "ঢাকা-মাওয়া রোডের নতুন এক অধ্যায়" এ শ্লোগানে পপুলার জেনারেল এন্ড আই হসপিটালের আয়োজনে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিভিন্ন সেবা সমুহ রোগীদের সুবিধা বিষয়ে ও উদ্বোধন উপলক্ষে দি পপুলার জেনারেল এন্ড আই হসপিটালে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৯ জুলাই দুপুর ১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা বাস স্ট্যান্ড সংলগ্ন শাহাবুদ্দীন প্লাজার ৪থ তলায় দি পপুলার জেনারেল এন্ড আই হসপিটালের হল রুমে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
এ-সময় সাংবাদিকদের চক্ষু সেবা সহ বিভিন্ন সেবা সমুহ রোগীদের সুবিধার বিষয় তুলে ধরেন দি পপুলার জেনারেল এন্ড আই হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর মো: আনোয়ারুল হক (রাফি)।এ-সময় তিনি বলেন,মসজিদের ইমাম,দুস্থ, অসহায়দের সকল সেবা ফ্রী ও অর্ধেক নেওয়া হবে

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর