সৈয়দপুরে ডেভিল হান্টে ৩ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৩ মার্চ ২০২৫ ২৩:০৩ পিএম

সৈয়দপুরে ডেভিল হান্টে ৩ জন গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে ডেভিল হান্ট অপারেশনে ৩ জনকে আটক করা হয়েছে। রোববার (২ মার্চ) দিবাগত রাতে তাদের আটক করেছে সৈয়দপুর থানা পুলিশের একটি দল। আটককৃতদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আটক ৩ জন হলেন, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগ নেতা।

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ডেভিল হান্ট অপারেশনে ৩ জনকে আটক করা হয়েছে। রোববার (২ মার্চ) দিবাগত রাতে তাদের আটক করেছে সৈয়দপুর থানা পুলিশের একটি দল। আটককৃতদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আটক ৩ জন হলেন, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগ নেতা। 
 
এর মধ্যে মো. রানা (২৮) শহরের সাহেবপাড়ার সাহাবুদ্দিনের ছেলে এবং স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর পৌর শাখার সাবেক উপ-ত্রাণ দুর্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক। আর খয়রাত হোসেন বাহাদুর (৩২) উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কৃষক লীগের সাবেক সভাপতি। তিনি ওই ইউনিয়নের আইসঢাল কাচারীপাড়ার জসির উদ্দীনের ছেলে। এই দুইজনকেই নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। 
 
ছাত্রলীগের সৈয়দপুর পৌর শাখার সদস্য হুসেইন আহামেদ সোহাগ (২৮) শহরের নতুন বাবুপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তাঁকে শেরে বাংলা সড়কের চৌধুরী টাওয়ারের সামনে থেকে আটক করেছে পুলিশ। তিনজনকেই ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
 
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, আটক ব্যক্তিরা এজাহারভুক্ত আসামী না হলেও সন্দেহভাজন। গতবছর সেপ্টেম্বরে দায়েরকৃত ২০ নং মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ওই মামলার বাদী সৈয়দপুর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক শেখ বাবলু।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর