হিলিতে জাতীয় ভোটার দিবস পালিত

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৩ মার্চ ২০২৫ ০২:০৩ এএম

হিলিতে জাতীয় ভোটার দিবস পালিত

'তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলে মিশে' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  দিনাজপুরের হিলিতে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধিঃ 'তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলে মিশে' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  দিনাজপুরের হিলিতে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

আজ রবিবার দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা চত্বরে এসে শেষ হয়। 

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার শাহাজাহান আলী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। 

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাহুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম, হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী, পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম, ভোটার তথ্য সংগ্রহকারী (সুপারভাইজার) আনোয়ারুল ইসলাম টুকু, তথ্য সংগ্রহকারী ফারুক হোসেন প্রমুখ। 

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, বিগত দিনে মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। দিনের ভোট রাতে নেওয়া হয়েছে। জুলাই-আগষ্ট ২৪ গণঅভ্যুত্থানের পরে বৈষম্যহীন বাংলাদেশ গড়াতে 'তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলে মিশে' আজকের প্রতিপাদ্যর যথাযথ বাস্তবায়ন চায় বক্তারা।

এবং সেই সাথে সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়ার জন্য আহবান জানান উপজেলা নির্বাচন অফিসার। 

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর