ইবিতে ছাত্রশিবিরের উদ্যোগে “নবীন লেখক সম্মাননা” প্রদান

নবীন লেখকদেরকে অনুপ্রাণিত করতে এবং জ্ঞানের রাজ্যে ইবিয়ান শিক্ষার্থীদের বিচরণকে একধাপ এগিয়ে নিতে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের উদ্যোগে “নবীন লেখক সম্মাননা ২০২৫” প্রদান করা হয়েছে।
ইবি প্রতিনিধি: নবীন লেখকদেরকে অনুপ্রাণিত করতে এবং জ্ঞানের রাজ্যে ইবিয়ান শিক্ষার্থীদের বিচরণকে একধাপ এগিয়ে নিতে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের উদ্যোগে “নবীন লেখক সম্মাননা ২০২৫” প্রদান করা হয়েছে।
গত শনিবার (২২ ফেব্রুয়ারী) ক্যাম্পাসের অনুষদ ভবনের পূর্ব পাশে অবস্থিত আমবাগানের বাংলা মঞ্চে তিনদিন ব্যাপী বইমেলায় নবীণ লেখক সংবর্ধনা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) ছাত্রশিবিরের সভাপতি মু. মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুফ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের যুবাইর ইসহাক, মু. আল ফায়েদ,কামরুল ইসলাম সালেহী,আইন বিভাগের তুষার আহমেদ, সমাজকল্যাণ বিভাগের আরিফুল ইসলাম, ইংরেজি বিভাগের জিয়ানুর রহমান,আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মুহাম্মদ ইয়াছিন আরাফাত এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের খায়রুজ্জামান খান সানির হাতে নবীণ লেখক সম্মাননা তুলে দেয়া হয়।
সম্মাননা প্রদানকালে ইবি শিবির শাখার সভাপতি বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি শিক্ষাবান্ধব ও মেধাবীদের ছাত্রসংগঠন। শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে ছাত্রশিবির সবসময়ই বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে।
এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বইমেলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা বিভিন্ন সময়ে বই লিখেছেন তাঁদের প্রতিভার যথাযথ বিকাশ ও আগামী দিনের লেখকদেরকে অনুপ্রাণিত করতে ইসলামী ছাত্রশিবির নবীন লেখক সম্মাননা উপহার প্রদানের চমৎকার আয়োজন করেছে।
আগামী দিনেও ছাত্রশিবির শিক্ষাবান্ধব এবং যুগোপযোগী কার্যক্রম বাস্তবায়ন করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে সদা তৎপর থাকবে ইনশাআল্লাহ। সেই সাথে আমরা সাহিত্যের সুষ্ঠু ধারায় ইবিকে সমৃদ্ধ করতে ছাত্রসমাজ ও ক্রিয়াশীল সকল ছাত্রসংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য ২১-২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অমর একুশে বইমেলায় নবীণ লেখকদের হাতে সম্মাননাটি তুলে দেয়া হয়।
এআরএস
আপনার মূল্যবান মতামত দিন: