রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে স্বাগত মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবপুর উপজেলা কর্তৃক আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূলের উর্ধ্বগতি রোধ, ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া, চাঁদাবাজি, ছিনতাই বন্ধ হওয়া ও রমজানের পবিত্রতা রক্ষা করার দাবিতে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবপুর উপজেলা কর্তৃক আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূলের উর্ধ্বগতি রোধ, ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া, চাঁদাবাজি, ছিনতাই বন্ধ হওয়া ও রমজানের পবিত্রতা রক্ষা করার দাবিতে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিলে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা শাখার সভাপতি গাজী সুলাইমান। তিনি বলেন, দেশে চাঁদাবাজি টেন্ডারবাজি, চিনতাই প্রকাশ্যে হচ্ছে এগুলো বন্ধ করতে হবে। এবং আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য হোটেল রেস্তোরাঁ দিনের বেলা ইফতার সামগ্রী ছাড়া প্রকাশ্যে খাওয়া দাওয়া বন্ধ করতে হবে। ইসলামী আন্দোলন মাধবপুর শাখার উপদেষ্টা মুফতি খাইরুল হাসান মুজাহিদী বক্তব্য রাখেন।
তিনি বলেন, আসন্ন রমজান উপলক্ষে তার পবিত্র রক্ষা রাখা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। রাষ্ট্রীয়ভাবে রমজানের পবিত্রতা রক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
দ্রব্য মূল্যর উর্ধ্বগতি রোধ করা, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার দাবি জানান, তিনি বলেন জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা ভেবেছিলাম নিরাপদে শান্তিতে দেশে বসবাস করবো, কিন্তু এখনো ছিনতাই ,চুরি, ডাকাতি, চাঁদাবাজির কারণে আমরা নিরাপদে নয়। কাজেই স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট আহবান, অনতিবিলম্বে যেন এসব কাজ বন্ধ করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মাধবপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আকবর সাহেব বলেন, যারা চাঁদাবাজি টেন্ডারবাজি করবে তাদেরকে প্রতিরোধ করার জন্য ইসলামী আন্দোলন সর্বদা প্রস্তুত।
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মাধবপুর উপজেলার সেক্রেটারি মুফতি নাজমুল হাসান মুজাহিদী। তিনি বলেন রমজানের পবিত্রতা রক্ষা করার লক্ষ্যে মিছিল করা এবং সমাবেশ করা একটা মুসলিম রাষ্ট্রে দুঃখজনক। মুসলমান হিসেবে প্রত্যেকের দায়িত্ব রমজানের পবিত্রতা রক্ষা করা। কাজেই আমরা সকলে আসন্ন রমজান উপলক্ষে তার পবিত্রতা রক্ষা করার চেষ্টা করব এবং বাজারের সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার জন্য সকলে সচেষ্ট হবে।
এআরএস
আপনার মূল্যবান মতামত দিন: