সীমান্তে যুবককে নির্যাতন, মৃত ভেবে ফেলে গেলো বিএসএফ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০২ এএম

ঝিনাইদহের মহেশপুরে শারীরিক নির্যাতনের পর মৃত ভেবে বিল্লাল‌ নামে এক বাংলাদেশি যুবককে ফেলে রেখে গেছে বিএসএফ।

বৃহস্পতিবার দুপুরে উপ‌জেলার বাঘাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম।

আহত বিল্লাল‌ খুলনার পাইকগাছার খড়িয়া টেমশাখালী গ্রামের আব্দুল মাজেদের ছেলে।

আহতের স্ত্রী জহুরা খাতুন বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতের কলকাতার মধ্যেম গ্রামে শ্রমিকের কাজ করতেন বিল্লাল। বুধবার দুপুরে বাংলাদেশে আসার উদ্দেশ্যে তারা সাত-আটজন একসঙ্গে রওনা দেন। রাতে তাদের দেখে ধাওয়া করেন বিএসএফ সদস্যরা। এ সময় বাকিরা পালিয়ে গেলেও বিএসএফের হা‌তে আমার স্বামী ধরা পড়েন।

প‌রে তাকে অমানবিক নির্যাতন করা হয়। একপর্যায়ে জ্ঞান হারালে মৃত ভেবে তাকে সীমান্তে ফেলে যায় বিএসএফ। আজ দুপুরে বাঘাডাঙ্গায় বিল্লালকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অবস্থা গুরুতর হওয়ায় বিল্লাল‌কে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর