মুন্সীগঞ্জের টংগিবাড়ী থেকে শ্রীনগর বেড়াতে এসেছিল শিশু তারকিব(৫)। শ্রীনগর উপজেলার পাড়াগাও গ্রামে আত্নীয়ের বাসার কাছাকাছি এসে অটোরিকশার ভাড়া দিচ্ছেলেন মা। এসময় তারকিব রাস্তার উল্টো পাশে যাওয়ার জন্য দৌড় দিলে একটি চলন্ত ভ্যানের নীচে পরে যায়।
রুবেল ইসলাম তাহমিদ, মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জের টংগিবাড়ী থেকে শ্রীনগর বেড়াতে এসেছিল শিশু তারকিব(৫)। শ্রীনগর উপজেলার পাড়াগাও গ্রামে আত্নীয়ের বাসার কাছাকাছি এসে অটোরিকশার ভাড়া দিচ্ছেলেন মা। এসময় তারকিব রাস্তার উল্টো পাশে যাওয়ার জন্য দৌড় দিলে একটি চলন্ত ভ্যানের নীচে পরে যায়। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার বেজগাও-তন্তর সড়কের পাড়াগাও গ্রামে এই দুর্ঘটনা টি ঘটে।
স্থানীয়রা তারকিবকে উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ভ্যান চালক মারুফ শেখ(২০) তার সহকারীকে ঘটনাস্থল থেকে আটক করে মারধর করে এবং চালক মারুফ সেখান থেকে চলে যেতে সক্ষম হয়। কিন্তু শিশু তারকিবের মৃত্যুর খবর শুনে অনুশোচনা থেকে ভ্যান চালক মারুফ সেচ্ছায় শ্রীনগর থানায় এসে আত্নসমর্পণ করে। তারকিব টংগিবাড়ী উপজেলার কাইচাইল গ্রামের আক্তার হোসেনের পুত্র।সে তার মায়ের খালু পাড়াগাও গ্রামের রাজা শেখের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। ভ্যান চালক মারুফ বাড়ৈগাও গ্রামের প্রবাসী শহিদুল ইসলামের পুত্র। সে শ্রীনগরে স্টারশিপ কোম্পানীর ডিলারের পন্য পরিবহনের চাকুরী করেন। বুধবার সন্ধ্যায় চালক মারুফ কান্না জড়িত কন্ঠে জানায়, শিশুটি দৌড় দিয়ে এসে ভ্যানের নিচে পরে যায়। ভ্যানটি দ্রুত থামিয়েও ওকে বাচাতে পারলাম না। আমার ভ্যানের নিচে একটা প্রাণ শেষ হয়ে গেল,তা কোন ভাবেই মানতে পারছি না। এই অনুশোচনা থেকেই আমি সেচ্ছায় থানায় এসেছি। শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান,ভ্যান চালক সেচ্ছায় থানায় এসে সমর্পণ করেছে। এই ঘটনায় এখনো কোন মামলা হয়নি।
আপনার মূল্যবান মতামত দিন: