গজারিয়ায় এসিল্যান্ডের প্রত্যাহার দাবিতে মানববন্ধন

রুবেল ইসলাম তাহমিদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মামুন শরীফের অনিয়ম, দুর্নীতি ও ঘুষখোর কর্মকর্তার অপসারণ দাবি করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গজারিয়া উপজেলাবাসী।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় সময় ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় মোহাম্মদ আলী প্লাজা সম্মুখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারী জনতা মোহাম্মদ আলী প্লাজা সংলগ্ন থেকে বিক্ষোভ মিছিল যাত্রা শুরু করে কুমিল্লা মুখী রাস্তায় অগ্রসর হয়ে পুনরায় ঢাকা মুখী রাস্তায় মোহাম্মদ আলী প্লাজা বরাবর এসে বিক্ষোভ মিছিল শেষ হয়। ক্ষুব্ধ জনতা 'ঘুষখোর মামুনের দুই গালে জুতা মারো' তালে তালে। 'এক দফা এক দাবি, ঘুষখোর মামুন তুই কবে যাবি।
ঘুষখোরের আস্তানা গজারিয়ায় থাকবে না। দুর্নীতিবাজ এসিল্যান্ডের বিচার চাই।' ঘুষখোর এসিল্যান্ডের দুর্নীতির নানা প্রকারের অনিয়ম দাবি করে স্লোগানের স্লোগানে মুখরিত হয় মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রেখে আন্দোলনকারী জনতা কর্মসূচি শেষ করে। অনুসন্ধানে দেখা যায়, বেশ কিছুদিন যাবত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত দুর্নীতিবাজ এসিল্যান্ড মামুন শরীফের দুর্নীতির অডিও এবং নানা প্রকারের অপকর্মের কথোপকথন ভাইরাল হয়েছে। অভিযুক্ত সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মামুন শরীফকে ফোন দিয়ে রিসিভ না পাওয়ায় তার মতামত পাওয়া যায়নি।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: