হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আ'লীগের দুই নেতা সহ আটজন আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ মে ২০২৫ ১৯:০৫ পিএম

আ'লীগের দুই নেতা সহ আটজন আটক

কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযান (ডেভিলহ্যান্ট) পরিচালনা করে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মোজাফফর হোসেন (৪৫), ও মোঃ জরিফ উদ্দিন (৬০) সহ বিভিন্ন অপরাধে আট জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার (২৫ মে) রাতভর পুলিশের বিশেষ অভিযান (ডেভিলহ্যান্ট) পরিচালনা করে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাট্রাউছনা বাজার ও বোয়ালদাড় বাজার এলাকা থেকে ওয়ার্ড আ'লীগের দুই নেতা সহ বিভিন্ন অপরাধে আট জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাট্রাউছনা গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে মোজাফফর রহমান ও একই ইউনিয়নের বানিয়াল গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে মোঃ জরিফ উদ্দিন।
গ্রেফতারকৃত মোজাফফর রহমান বোয়ালদাড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আ'লীগের সভাপতি ও মোঃ জরিফ উদ্দিন একই ইউনিয়নের ২ নং ওয়ার্ড আ'লীগের সভাপতি বলে জানায় পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল হোসেন জানান, হাকিমপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে হাকিমপুর সার্কেল মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক আমার নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক এসআই মোঃ মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ পুলিশের চৌকস একটি দল উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাট্রাউছনা ও বোয়ালদাড় বাজার এলাকায় অভিযান চালিয়ে সু-নিদৃষ্ট অভিযোগের ভিত্তিতে দুই জন ওয়ার্ড আ'লীগের সভাপতি ও এজাহার নামীয় সহ বিভিন্ন অপরাধে আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর