টঙ্গীবাড়ীতে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ মে ২০২৫ ১৯:০৫ পিএম

মুন্সীগঞ্জ প্রতিনিধি: 'নিয়মিত ভূমি কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি' এই প্রতিপাদ্য কে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।

আলোচনা সভা, প্রশক্ষিন ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে রবিবার (২৫মে) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান। এর আগে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালী টি টঙ্গীবাড়ী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসিফ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জয়নুল আলম তালুকদার, মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: মোজাফফর হোসেন শেখ, কানুনগো (অতিরিক্ত দায়িত্ব) আবু হানিফ,টঙ্গীবাড়ী থানার এসআই মুস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা কারিমা বেগম,টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ আলম বিপ্লব, সার্ভেয়ার সাইফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা সদস্য সচিব জাহিদ হাসান সহ বিভিন্ন ইউনিয়নের তহসিলদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর