মুন্সীগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি জেল হাজতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ মে ২০২৫ ২২:০৫ পিএম
আপডেট: ২৪ মে ২০২৫ ১১:০২ পিএম

২৮ কেজি গাঁজাসহ আটক

রুবেল ইসলাম তাহমিদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ শাহাবুদ্দিন পেদা (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। এ সময় মাদক কারবারি কাজে ব্যবহৃত একটি পিকাপ জব্দ করা হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুর আটককৃতদের বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করলে মুন্সীগঞ্জ আমলি আদালত ১ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম রবিবার আসামির রিমান্ড শুনানির তারিখ ধার্য রেখে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আটকৃত শাহাবুদ্দিন পেদা বরগুনা জেলার আমতলী উপজেলার নাসির পেদার ছেলে। তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদক মামলার রয়েছে। এর আগে শনিবার সদর উপজেলার মুক্তারপুর এলাকায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোর রাতে শাহাবুদ্দিনকে ২৮ কেজি গাজা সহ আটক করেন। জব্দকৃত গাজার বাজার মূল্য ৫ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক কারবারির কাজের একটি পিকআপ জব্দ করা হয়। এ ব্যাপারে কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কামরুল ইসলাম মিঞা জানান, আসামির বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করা হয়েছে। আদালত আগামীকাল রবিবার রিমান্ড শুনানির তারিখ ধার্য করে আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর