পাইকগাছায় জায়গা-জমির বিরোধে প্রতিপক্ষের মারপিটে তিন মহিলা আহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ মে ২০২৫ ১৯:০৫ পিএম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় জায়গা-জমির বিরোধে তিন মহিলাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। শনিবার সকালে উপজেলার কমলাপুরে বিরোধপুর্ণ জমিতে এ ঘটনা ঘটেছে। আহতরা পাইকগাছা হাসোতসলে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, উপজেলার কমলাপুর গ্রামে আহসাউল্লাহ গাজীর সাথে একই এলাকার আশরাফজ্জামানদের ৪ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। এ জমি নিয়ে আহসানউল্লাহ প্রতিপক্ষদের বিরুদ্ধে সম্প্রতি পাইকগাছা উপজেলা নির্বাহী আদালতে ১৪৪ ধারা মামলা করেছেন। যা তদন্ত পুর্বক প্রতিবেদন দেয়ার জন্য থানায় প্রেরণ করা হয়। থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল হালিম তদন্তের জন্য উভয় পক্ষকে শুক্রবার উপস্থিত করেন। শুনানি শেষে জমিতে কোন পক্ষকে কাজ না করার জন্য বলেন। কিন্ত সে নিষেধ উপেক্ষা করে আশরাফুজ্জানরা জোরপুর্বক জমিতে দখলে যাওয়ার চেষ্টা কালে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা এলোপাতাড়ি মারপিট করে। এসময় আনছারের মেয়ে সেতারা বেগম (৬০), সেন্টুর স্ত্রী আরিফা খাতুন (২৫) ও আছাফুর রহমানের স্ত্রী মনিরা খাতুন (১৯) আহত হয়। আহরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে প্রতিপক্ষ আমানুল্লাহ বলেন, আমাদের ক্রয়কৃত জমিতে কাজ করতে গেলে তারা বাঁধা দিলে কথাকাটাকাটি হয়। তারা পড়ে যেয়ে আহত হয়েছে।

থানা অফিসার ইনচার্জ ইদ্রিসুর রহমান (তদন্ত) এ বিষয়ে আমার কিছু জানা নেই বা থানায় এখনো কোন অভিযোগ হয়নি।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর