টঙ্গীবাড়ীতে ৩ দিন ব্যাপী শুরু হচ্ছে ভূমি মেলা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ মে ২০২৫ ২৩:০৫ পিএম
আপডেট: ২৪ মে ২০২৫ ১:৪৪ এএম

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ভূমি সংক্রান্ত জনবান্ধন সেবা নিশ্চিত করার লক্ষে টঙ্গীবাড়ীতে ৩ দিন ব্যাপী ভূমি মেলা -২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ২৫ মে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মেলা চলবে ২৭ মে পর্যন্ত। উক্ত মেলায় নামজারি সেবা, ভূমি উন্নয়ন কর প্রদান এবং ০১(এক) দিনেই চান্দিনা ভিটি ও ভিপি লিজ নবায়ন সহ সকল ধরনের ভূমি বিষয়ক সেবা প্রদান করা হবে। এছাড়াও ইউনিয়ন ভূমি সেবা অফিস সমূহে ভূমি উন্নয়ন কর/খাজনা সহজেই প্রদান করা যাবে। মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে সরকারি ফি প্রদান সাপেক্ষে আর,এস এবং নামজারি খতিয়ানের অনলাইন কপি প্রদান করা হবে। মেলা উপলক্ষে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ২৭ মে সকাল ১১ টায় ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর