মিরসরাইয়ে ৩৮ বছরের শিক্ষকতার ইতি টানলেন শিক্ষক শহীদ উল্লাহ

ফিরোজ মাহমুদ,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতার ইতি ঘটলো আজ। তিনি আবুতোরাব এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহ। অবসরজনিত বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়েছে স্কুল কতৃপক্ষ। বুধবার (২১ মে) দুপুরে বিদ্যালয় হলরুমে শেষ কর্মদিবসে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সহকর্মী, ছাত্র-ছাত্রী ও আমন্ত্রিত অতিথিরা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একে এম ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শিক্ষা ইন্সপেক্টর শহিদুল আমীন ভুঁইয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রেজাউল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির আহবায়ক মাঈন উদ্দিন, মিরসরাই উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা মো. নিজাম উদ্দিন।
বিদায়ী সংবর্ধিত শিক্ষক মো. শহীদ উলাহ বলেন, আমাকে যে সম্মান দেখানো হয়েছে এতে আমি অভিভূত। এটা আমার আমৃত্যু স্মরণ থাকবে। দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবন আজ শেষ হলো। এই স্কুলেই আমার কেটেছে জীবনের বেশীরভাগ সময়। এখানে আমি ২০ বছর শিক্ষকতা করেছি। আমার পথ চলায় আমার সহকর্মীদের সহযোগিতা ছিল অতুলনীয়। তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ।
শিক্ষক হিসেবে আমি প্রত্যেকের জন্য দোয়া করি। তোমরা সকলেই উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাও। নতুন করে গড়ে তোলো নিজেদের, এবং কখনও ভুলবে না, যে শিক্ষা তোমরা পেয়েছে, তা জীবনের প্রতিটি পদক্ষেপে তোমাদের সঙ্গী হবে।
আগামীর বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আমার প্রিয় ছাত্র-ছাত্রীরা সবসময় সজাগ থাকবে। সকল অন্যায়, অপশাসন, অনিয়ম, দুর্নীতি বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করবে আমার এই প্রজন্মের শিক্ষার্থীরা।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: