লালমনিরহাটে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০২ এএম

লালমনিরহাটে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকার সীমান্ত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাঁচ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রাসেল ইসলাম, লালমনিরহাটঃ লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকার সীমান্ত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাঁচ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
 
সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বাদল কুমার মন্ডল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
আটককৃত ডাকাত সদস্যরা হলেন, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট হররাম এলাকার আজগার আলী খানের পুত্র আব্দুল হামিদ খান (৩৮)। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ৪৬ নং রোড জিয়ানগর এলাকার মৃত সহিদ পাইক এর পুত্র লিটন (৪৫)। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাঁটু বালিগাও এলাকার বুদাই দেওয়ান এর পুত্র আয়নাল হক (৩৮) একই জেলার লৌহজং উপজেলার খলাপাড়া এলাকার মন্টু মিয়ার পুত্র নয়ন সরকার গোপাল (৩৮)। ঢাকার কেরানীগঞ্জের রুইতপুর এলাকার আনসার আলীর পুত্র আমির হোসেন (৪৮)।
 
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতির ও অস্ত্র মামলা রয়েছে। আটকের সময় আটককৃতদের কাছ থেকে ধারালো চাপাতি, ৫টি মোটা রশি, একটি কাঠের হাতল যুক্ত চেইন, একটি চাকু, দুইটি কসটেপসহ ডাকাতিতে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
 
লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার মন্ডল জানান, ডাকাতরা আবাসিক হোটেলে একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদে অভিযান চালিয়ে তাদেরকে হাতে নাতে আটক করা হয়। তবে ধারণা করা হচ্ছে আটককৃত ডাকাত দলের আরও কিছু সদস্য বাহিরে আছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর