পাইকগাছা সমিতির কোটি কোটি টাকা আত্মসাৎ, গ্রাহকদের সড়ক অবরোধ

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সদস্য ও আদায়কারী কর্তৃক কোটি কোটি টাকা আত্মসাৎ। এ ঘটনায় টাকা আদায়ের জন্য সমিতির শত শত সদস্য সড়ক অবরোধ করে আন্দোলন করেছে।
শনিবার বিকেলে পৌরসভার সরল বাজারে রাস্তা অবরোধ করে টাকা আদায়ের জন্য শত শত নারী পুরুষ খুলনা-পাইকগাছা প্রধান সড়কে বসে রাস্তা অবরোধ করে। এ সময় রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। অবরোধের প্রায় দেড় ঘন্টা পরে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের নির্দেশে উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির এবং পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ইদ্রিসুর রহমান (তদন্ত) অবরোধস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সাথে কথা বলেন। পাওনা টাকা আদায়ের আশ্বাসে অবরোধ উটানো হয়।
অবরোধকারীরা তাদের পাওনা আদায়ের জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকে। আগামী ঈদের আগে পাওনা টাকা পরিষদ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। আন্দোলনকারীদের নেতৃত্বে ছিলেন বিএনপি নেতা মোস্তফা মন্ডল ও ব্যবসায়ী জাকির হোসেন।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: