পুলিশ সেজে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২

শামীম মিয়া, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়া আন্ডারপাস এলাকায় পুলিশ সেজে ডাকাতির প্রস্তুতিকালে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোড়াই ইউনিয়নের ধেরুয়া আন্ডারপাস এলাকা থেকে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।বিষয়টি সন্ধ্যায় গণমাধ্যমকে নিশ্চিত করেন মির্জাপুর থানার ওসি রাশেদুল ইসলাম।
গ্রেপ্তারকৃত দুই জন হলেন,চট্টগ্রামের বোয়ালমারী থানার পূর্ব গুমদী এলাকার মৃত শাহাদত হোসেনের ছেলে মো.শতকত আলী ও ঢাকার শ্যামপুর থানার করিমুল্লাহ বাগ এলাকার আব্দুল হালিমের ছেলে কাউছার আকরাম।
পুলিশ জানায়,রাতে মহাসড়কে টহলরত অবস্থায় ধেরুয়া এলাকায় একটি নোয়াহ গাড়ির পাশে কয়েক জনকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পুলিশ পরিচয় দেয়।পরে পরিচয়পত্র ও থানার নাম জানতে চাইলে কয়েকজন পালিয়ে যায়।পুলিশ ধাওয়া দিয়ে দুজনকে আটক করে।তাদের কাছ থেকে একটি ওভারকোট ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো.জুয়েল মিয়া জানান,গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম সাংবাদিকদের জানান,আটক ২ ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: