রাজধানীতে ব্যবসায়ীর স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৫ মে ২০২৫ ০৮:০৫ এএম

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে ব্যবসায়ী আমির হোসেনের স্ত্রী রিজিয়া কায়সারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এখন পর্যন্ত সেই নারীকে উদ্ধার করতে পারিনি পুলিশ।

বুধবার (১৪ মে) দুপুরে দনিয়ার রসুলপুরে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশি সহায়তা চেয়ে থানাকে অবহিত করলেও তাতে সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন।

জানা গেছে, ব্যবসায়ী আমির হোসেন গত ১৩ এপ্রিল বিকাশ ব্যবসায়ী ফুয়াদ আলমের কাছ থেকে ১৩ লাখ টাকা লোন নেন, যা লিখিত আকারে চুক্তিও হয়। একমাস পর থেকে লভ্যাংশসহ টাকা পরিশোধের কথা ছিল। দুই সপ্তাহ না যেতেই ফুয়াদ আলমের লোকজন টাকা ফেরত চেয়ে চাপ দিতে থাকে। অবস্থা বেগতিক দেখে আত্মগোপনে যান আমির হোসেন।

এই ব্যবসায়ীর দাবি, তিনি লোন নিয়ে তা ব্যবসায়ে বিনিয়োগ করেছেন। তাই চুক্তির টাকা পরিশোধে ব্যর্থ হচ্ছেন। বিষয়টি ফুয়াদকে জানালে তিনি ক্ষিপ্ত হন। একপর্যায়ে তার বাড়িতে হামলা চালানো হয়। অবস্থা খারাপ দেখে তিনি আত্মগোপনে যান।

ব্যবসায়ী আমির হোসেন গণমাধ্যমকে বলেন, তিনদিন আগে আমার স্ত্রী বাজার করতে বের হয়েছিলেন। এসময় তাকে ফুয়াদ ও তার লোকজন বাজে কথাবার্তা বলে। এমনকি গায়ের ওড়না ধরে টান দেয়। আজ সকালে ফুয়াদ তার দলবল নিয়ে বাড়িতে হামলা করে। পরে আমার স্ত্রীকে তুলে নিয়ে গেছে। সে কোথায় আছে, কেমন আছে আমি জানি না। মোবাইলও বন্ধ পাচ্ছি। বিষয়টি পুলিশকে জানিয়ে ফোন করলে পুলিশও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক খালিদ হাসান বলেন, আমি সরাসরি ভুক্তভোগীর বাড়িতে গেছিলাম। তখন তিনি বাসায় ছিলেন। এরপরে কি হয়েছে সেটা জানি না।

অভিযোগ বিষয়ে ব্যবসায়ী ফুয়াদ হোসেনকে তার ব্যক্তিগত মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি তাতে সাড়া দেননি।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর