মিরসরাইয়ের আদিবাসী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ মে ২০২৫ ২০:০৫ পিএম

ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। তিনি করেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেমকে (৩৭)। এই ঘটনায় তাকে দল ও পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (১১ মে) বিকেলে আবুল কাশেম করেরহাট ইউনিয়নের ত্রিপুরা পাড়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে। ওই কিশোরী বিকেল পাঁচটার দিকে প্রাইভেট পড়ে ঘরে ফিরে রান্নার কাজ করছিল। এসময় আবুল কাশেম বাড়ির উঠানে এসে পানি চাইলে কিশোরী তাকে পানি দেয়। কিন্তু এরপর হঠাৎ সে কিশোরীর ঘরে ঢুকে তাকে ১০০ টাকা দিয়ে কুপ্রস্তাব দেয় এবং রাজি না হওয়ায় জোরপূর্বক শরীরের পোশাক ছিঁড়ে ফেলে। মুখ চেপে ধরার পর কিশোরী ধস্তাধস্তি করে তার হাত থেকে ছুটে ঘর থেকে বেরিয়ে চিৎকার করলে আশপাশের ত্রিপুরা জনগোষ্ঠীর লোকজন ছুটে আসে। এসময় আবুল কাশেম দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।

এ বিষয়ে ত্রিপুরা জাতীর উন্নয়নের জন্য কাজ করা সমাজকর্মী সুরেশ বারন ত্রিপুরা বলেন, ত্রিপুরা জনগোষ্ঠীর একজন দিনমজুরের মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে এমন খবর পেয়ে আমি তাদের এলাকায় ছুটে যাই। একটা অসহায় পরিবারের মেয়েকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। মেয়েটার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। এঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে জোরারগঞ্জ থানায় মামলা করেছেন। আমরা থানা থেকে আশ্বাস্ত পেয়েছি। তারা দ্রুত দোষীকে আইনের আওতায় আনবেন বলে আমাদের আশ্বাস দেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আবুল কাশেম বলেন, আমি ওই কিশোরীর বাবার কাছে টাকা পাই। সেই টাকা উদ্ধার করতে তার বাড়িতে গেলে মেয়েটির বাবার সাথে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমি তাদের বাড়ির উঠান থেকে চলে আসি। ঘরে ঢুকে কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ সত্য নয়।

এই ঘটনায় সোমবার (১২ মে) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম ও সদস্য সচিব লায়ন মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দল ও পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, করেরহাট ইউনিয়নের কয়লা এলাকায় নবম শ্রেণী পড়ুয়া এক ত্রিপুরা কিশোরীকে শ্লীলতাহানি করার বিষয়ে জেনে রোববার রাতেই সেখানে পুলিশের একটি পরিদর্শন টিম পাঠিয়েছি। প্রাথমিকভাবে ওই কিশোরীকে শ্লীলতাহানির সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর