কুয়াকাটায় গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু।

মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় গোসল করতে নেমে রাজেস কুমার পাল (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে সিবীচ থেকে ২৫/৩০ ফুট সমুদ্রের গভীরে এ ঘটনা ঘটে। তাকে অপর তিনজন পর্যটক উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তার সাথে এক ভগ্নপতি এবং এক চাচা একই সাথে গোসল করতে নেমেছিল বলে জানা গেছে। পরিবারের সদস্যদের অপেক্ষায় তার লাশ মহিপুর থানায় এনে রাখা হয়েছে।
রাজেস কুমার পাল চট্রগ্রামের পুটিয়া উপজেলার নামাজপুর গ্রামের সরোজ কুমার পালের ছেলে।
মহিপুর থানার পুলিশ উপ-পরিদর্শক মো.হানিফ জানান, শুক্রবার রাজেস তার ভগ্নিপতি এবং এক চাচাকে নিয়ে বরগুনার তালতলী উপজেলায় বিবাহের জন্য মেয়ে দেখতে আসে । শনিবার কুয়াকাটার আবাসিক হোটেল "সাগর নীড়" এর একটি কক্ষ ভাড়া নেয় তারা। পরে এক সাথে তারা সাগরে গোসল করতে নামেন।
তবে সাগরের ঢেউ সামলাতে না পেরে হতভম্ব হয়ে অসুস্থ হয়ে পড়েন রাজেস কুমার পাল।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: