সারাদেশে একদিনে গ্রেপ্তার ১৪৯৩

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০২ পিএম

ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে আরও ৫৮৫ জনকে। এছাড়া অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯০৮ জনসহ সারাদেশে মোট ১৪৯৩ জনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে আরও ৫৮৫ জনকে। এছাড়া অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯০৮ জনসহ সারাদেশে মোট ১৪৯৩ জনকে গ্রেপ্তার করা হয়।

রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

অভিযানে দেশীয় বিদেশি পিস্তল ১টি, দেশীয় তৈরি এলজি ১টি, ম্যাগাজিন ১টি, গুলি ১০ রাউন্ড, গুলির খোসা ৪৭ রাউন্ড, কার্তুজ ৩টি, লোহার দা ১টি ও চাকু ৬টি উদ্ধার করা হয়।

পতিত স্বৌরশাসক শেখ হাসিনার সরকারের সাবেক মন্ত্রী এবং ভারতে পলাতক আ.ক.ম. মোজাম্মেলের বাড়িতে হামলার শিকার হন প্রায় ৩০ জন সাধারণ শিক্ষার্থী। ঘটনার পরের দিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের আদেশে দেশজুড়ে যৌথবাহিনী অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু করে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর