গাজায় গণহত্যার প্রতিবাদে ইবিতে ফুলকুঁড়ি আসরের র‍্যালি ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫ ১৫:০৪ পিএম

গাজায় গণহত্যার প্রতিবাদে ইবিতে ফুলকুঁড়ি আসরের র‍্যালি ও মানববন্ধন

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে র‍্যালি ও মানববন্ধন করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

রবিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটক থেকে তারা একটি র‍্যালি বের করে। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমবেত হয়।
র‍্যালিতে শিশুদের হাতে প্রতীকী লাশ, ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। এসময় তারা "ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি", "ফ্রি ফ্রি প্যালেস্টাইন", "ওয়ান টু থ্রি ফোর, ইসরায়েল নো মোর" ইত্যাদি স্লোগান দেয়।

এসময় সাকসেস বিশ্ববিদ্যালয় কোচিং-এর পরিচালক রায়হান জামিল বলেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিনি মুসলমানেরা আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, বৃটেন ও আমেরিকার ষড়যন্ত্র ও প্রতারণার শিকার। এছাড়া ১৯৪৮ সালে অবৈধ ইসরায়েলের গণহত্যার শিকার। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের গণহত্যায় নারী ও শিশুসহ প্রায় ৫০ হাজার নিরীহ ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের রক্ত নিয়ে হলি খেলায় মেতে উঠেছে। ফিলিস্তিনের গাজা ও রাফা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, তবুও তাদেরকে নগ্ন সমর্থন দিয়ে যাচ্ছে পশ্চিমা শক্তি সহ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আগ্রাসী ভারত। ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মুসলিম হওয়ার প্রয়োজন নেই, ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকলেই প্রতিবাদ করা সম্ভব। কিন্তু আমরা যাদেরকে মানবতার ফেরিওয়ালা বলে থাকি, তাদের মনুষ্যত্ব, মানবিকতা মৃত দেখতে পাচ্ছি।"

ফুলকুঁড়ি আসরের পরিচালক আহমদ আবদুল্লাহ বলেন, "ফিলিস্তিন একদিন স্বাধীন হবে, যেটা মহান আল্লাহ পবিত্র কুরআনে বর্ণনা করেছেন। ফিলিস্তিনের বিজয় সুনিশ্চিত, ফিলিস্তিনের পশ্চিম তীর সহ গাজা ও রাফায় ইহুদিবাদী ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, সেটা তাদের একটি ভুল সিদ্ধান্ত, কারণ মুসলমানদের বিজয় এখান থেকেই শুরু হবে ইনশাআল্লাহ।"

উল্লেখ্য, এসময় মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে 'স্ট্যান্ড আপ ফর গাজা', 'স্টপ কিলিং', 'স্টপ কিলিং চিলড্রেন ইন প্যালেস্টাইন', 'যুদ্ধ নয় শান্তি চাই' প্রতীকী প্ল্যাকার্ড দেখা যায়।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর