অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৭৬৯

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০২ পিএম

ঢাকাসহ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে (ডেভিল হান্ট) ৭৬৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এর বাইরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার হয়েছেন ৫৭২ জন।

ঢাকাসহ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে (ডেভিল হান্ট) ৭৬৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এর বাইরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার হয়েছেন ৫৭২ জন।

শুক্রবার সকাল থেকে শনিবার বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিশেষ এই অভিযানে দেশে তৈরি এক নলা বন্দুক একটি, কার্তুজ দু’টি, রামদা চারটি, চাপাতি দু’টি, ছুরি একটি, এলজি একটি, কাঁচি একটি উদ্ধার করা হয়।

ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সাবেক মন্ত্রী এবং ভারতে পলাতক আ.ক.ম. মোজাম্মেলের বাড়িতে ৩০ জন সাধারণ শিক্ষার্থীর ওপর আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার পরিপ্রেক্ষিতে দেশব্যাপী ডেভিল হান্ট অপারেশনের ঘোষণার কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর