যারা দেশের সম্পদ লুট করে, তারা দেশের শত্রু : ধর্ম উপদেষ্টা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫ ১৯:০৪ পিএম

যারা দেশের সম্পদ লুট করে, তারা দেশের শত্রু, তারা কখনোই দেশপ্রেমিক নয় বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় জুমার নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন৷

ধর্ম উপদেষ্টা ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলের লুটপাটের ব্যাপকতা উল্লেখ করে বলেন, দেশের সম্পদ পাচার করার কারণে অর্থ সংকট দেখা দিয়েছিল, পরে বাংলাদেশ ব্যাংক নতুন টাকা ছাপিয়ে দিয়েও ব্যাংকগুলোর চাহিদা মতো গ্রাহকদের টাকা দিতে পারছে না৷ তাই গত বৃহস্পতিবার উপদেষ্টা বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে, ছয়টি ইসলামি ব্যাংক একত্র করে একটি ব্যাংক করার পরিকল্পনা নেয়া হয়৷ এবং সরকারি দু’টি ব্যাংক যা সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকে একত্রে করে নাম দেওয়ার সিদ্ধান্ত হয় জনতা-সোনালী ব্যাংক৷

তিনি আরো বলেন, একসময় একটি পক্ষ দখলদারিত্ব করেছিল, বর্তমানে আরেকটি পক্ষ দখলদারিত্ব করছেন৷ আমরা আল্লাহকে ভয় করি, অন্যের সম্পদ নষ্ট না করি৷ অন্যের সুখ কেড়ে নিয়ে কোনোদিনও সুখী হতে পারে না তাই আমাদের সংশোধন দরকার৷ বিদ্যুতের সাশ্রয় করি, প্রয়োজন শেষে বৈদ্যুতিক সুইচ বন্ধ করি৷ দেশের সম্পদ রক্ষা করি এবং পরের হক নষ্ট না করি৷ সম্মিলিতভাবে কক্সবাজার তথা উখিয়ার সম্পদ রক্ষা করি৷ তাছাড়া তিনি শান্তিপূর্ণ সমাজ গঠনে ইসলামের বিভিন্ন ভূমিকা তুলে ধরেন।

জুমার নামাজ শেষে ধর্ম উপদেষ্টা মোনাজাত পরিচালনা করেন৷ তিনি মোনাজাতে দেশে ও বিদেশে সকল উম্মাদের জন্য দোয়া করেন৷

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরিফ হোসেইন, উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান চৌধুরী, জাহেদ, নুরুজ্জামান ভাক্কা, অত্র মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সম্পাদকসহ সকল সদস্য ও ধর্মপ্রাণ মুসল্লিরা৷

নামাজ শেষে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকায় বিশুদ্ধি দর্শন ভাবনা কুঠির মন্দিরে আয়োজিত অষ্ট পরিষ্কার সংঘদান একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠানে যোগদান করেন৷

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর