আরকান আর্মির ধরে নিয়ে যাওয়া ৫৫ জেলেকে ফেরত এনেছে বিজিবি (ভিডিও)
আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১১:৩৪ এএম
হেলাল উদ্দিন, টেকনাফ: টেকনাফ থেকে নাফ নদী ও সাগরে বিভিন্ন সময়ে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের আরকান আর্মি ধরে নিয়ে যাওয়া ৫৫ জন জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) ।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়। তবে, আরাকান আর্মি জেলেদের জাল ও বোট ফেরত দেয়নি।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন করে বলেন, ‘বিজিবির দীর্ঘ প্রচেষ্টায় জেলেদের ফেরত আনা সম্ভব হয়েছে, তবে তাদের জাল এবং বোট এখনো ফেরত পাওয়া যায়নি।’
বিজিবি কর্মকর্তা আরও জানান, ফেরত আনা জেলেদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং পরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, আটক হওয়া ৫৫ জেলের মধ্যে তার ছয় মাঝিমাল্লাও রয়েছে। তবে, আরাকান আর্মি তার বোট ও জাল ফেরত দেয়নি, যার মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘বিজিবির মাধ্যমে আটক আরও ৫৫ জন জেলেকে ফেরত আনা হয়েছে। আমরা চেষ্টা করবো কীভাবে জাল ও বোট ফেরত আনা যায়।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: