জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা

জাবির ৯ শিক্ষকসহ ২৮৯ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫ ১১:০৩ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ৯ শিক্ষকসহ ২৮৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এছাড়া, সাবেক উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ও সাবেক রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এ সিদ্ধান্তি নিয়েছে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব সিদ্ধান্তের কথা জানায়। এর আগে, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা হয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর