অভূতপূর্ব দৃশ্য! রাবিতে ছাত্রদলের কুরআন তিলাওয়াত প্রোগামে বক্তব্য রাখছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

নিউজ ডেস্ক প্রকাশিত: ১২ মার্চ ২০২৫ ০১:০৩ এএম
আপডেট: ১২ মার্চ ২০২৫ ১:৫৩ এএম

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কুরআন তিলাওয়াত প্রোগামে বক্তব্য রেখেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

এমন সহাবস্থানের পরিবেশ দেখা গেছে ১১ ফেব্রুয়ারী রাবির শহীদ মিনারে। ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরনের পৃথক প্রোগ্রাম ছিলো বুদ্ধিজীবী চত্বরে। বুদ্ধিজীবী চত্বর থেকে শিবির সভাপতি শহীদ মিনারে ছাত্রদলের কুরআন তিলওয়াত প্রতিযোগিতায় অংশ নেন। ওইখানে বক্তব্য দিয়ে এমন আয়োজনের সংহতি জানান।

এরপরই ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দের সাথে ক্যাফেটেরিয়ায় ইফতার করেন শিবির সভাপতি। ক্যাম্পাসকেন্দ্রিক সুস্থধারার রাজনীতি চর্চার ক্ষেত্রে যা ছাত্রদেরকে সত্যিকারার্থেই আশ্বস্ত করে। এমন সুন্দর দৃশ্য দেখে আরো অধিক আশাবাদী হতে চায় ছাত্ররা।

জুলাইয়ের অন্যতম প্রধান দুই শক্তি ছাত্রদল আর শিবির যেভাবে বিভাজনের রাজনীতিতে ঢুকে যাচ্ছে তা থেকে উত্তরণের জন্য আজকের ঘটনা একটি মাইলফলক হয়ে থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীবান্ধব সুস্থধারার রাজনীতি দেখতে চায় বলে জানায় সাধারণ শিক্ষার্থীরা। হানাহানি, রাহাজানি, আধিপত্যের রাজনীতির ধারেকাছেও শিবির-ছাত্রদল যাবে না বলেই প্রত্যাশা তাদের।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর