ইবি থিয়েটারের উদ্যোগে ‘অর্থহীন' নাটক পরিবেশন

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নাট্য সংগঠন “বিশ্ববিদ্যালয় থিয়েটার” এর উদ্যোগে সমাজের বাস্তব চিত্র তুলে ধরে ‘অর্থহীন' নামে নাটক মঞ্চস্থ করা হয়েছে।
বুধবার (৩সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি সাইফুন্নাহার লাকী'র রচনায় এবং সাধারণ সম্পাদক নাইমুল ফারাবির নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের "বাংলা মঞ্চে" নাটকটি পরিবেশন করা হয়।
অর্থহীন নাটকের মধ্যে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেন তারা। নাটকে দেখানো হয় একটা গাভীর কিছু হলে আমাদের সমাজের মানুষ যেভাবে তার জন্য প্রতিবাদ করে পক্ষান্তরে একজন মানুষ মারা গেলেও তার জন্যে সমাজের মানুষের এতোটুকুও বিবেক জাগ্রত হয় না। তাছাড়া আমাদের সমাজের অধিকাংশ রাজনৈতিক দলের লোকজন তারা শুধুমাত্র মানুষের পাশে আসে তাদের দলীয় এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। মানবিক দিক দিয়ে কেউ পাশে এসে কখনো দাড়াতে চায় না।
থিয়েটার সভাপতি সাইফুন্নাহার লাকী বলেন, আমরা বরাবর মঞ্চকে এমন ভাবে ব্যবহার করতে চেয়েছি যেন সমাজের নানান রকম দিক গুলো আমরা মঞ্চে উপস্থাপন করতে পারি। আমরা মুলত মঞ্চকে তুলে ধরতে চেয়েছি একটি আয়না রুপে, যেখানে দর্শক নিজেকে এবং সমাজের চারপাশের সবাইকে দেখতে পাবে। আমাদের সমাজের সংকট এবং অর্থকেন্দ্রিক জীবনধারার পরিসরকে উপেক্ষা করে আমরা কিভাবে জীবনধারণ করতে পারি এটা দেখানোই ছিল নাটকটির উদ্দেশ্য। নাটকে প্রতিটি সংলাপ এবং দৃশ্য আপনাকে এ প্রশ্নের সম্মুখীন করবে যে আসলে আমরা কি নিজের জীবনের অর্থ খুঁজে পাচ্ছি? নাকি অর্থহীনতার পিছনে দৌড়াচ্ছি? আমরা মুলত উপযুক্ত বিষয়কে গুরুত্ত্ব দেওয়ার জন্য এ নাটক টা উপস্থাপন করেছি।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: