ডাকসু নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৩৪ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আবেদনপত্রের ত্রুটির কারণে প্রার্থিতা স্থগিত হওয়া ৪৭ জনের মধ্যে আপিল করা ৩৪ জনই পুনরায় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
রোববার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, যেসব ৩৪ জন প্রার্থী আপিল করেছিলেন, সবার পক্ষেই রায় হয়েছে। তারা প্রার্থিতা ফিরে পাচ্ছেন, অর্থাৎ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
নির্বাচন পেছানোর সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। “আমরা যখন মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করেছিলাম, তখন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। নির্বাচন ভণ্ডুল হওয়ার বা শঙ্কার কোনো বিষয় আমাদের কাছে আসেনি। সুন্দর পরিবেশে নির্বাচন আয়োজন করাই আমাদের দায়িত্ব। এরপর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডি দেখবে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিষয়ে তিনি বলেন, ফেসবুকের বেশ কিছু গ্রুপ থেকে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১, শিক্ষার্থী সংসদ-২ ও নিরাপত্তা মঞ্চসহ কয়েকটি গ্রুপ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি বিটিআরসিকে জানানো হয়েছে এবং ১০ তারিখ পর্যন্ত এসব পেজ বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে।
অন্যদিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে রিডিং রুমে প্রচারণা চালানোর অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, অভিযোগ কমিশনের আলোচনায় তোলা হবে। যে সিদ্ধান্ত আসবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মূল্যবান মতামত দিন: