ইবিতে ফলিত রসায়ন ও কেমিকৌশল ডিবেটিং ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫ ২২:০৭ পিএম

ফাইল ফটো

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সদ্য প্রতিষ্ঠিত ফলিত রসায়ন ও কেমিকৌশল ডিবেটিং ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মাদ নূর উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে এক‌ই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল হামিদ খাঁন মনোনীত হয়েছেন।

রবিবার (১৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে বিভাগের সভাপতির সভাকক্ষে এক সাধারণ সভার মাধ্যমে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরীফ মো. আল- রেজা,  ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
 
এসময় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরীফ মো. আল- রেজা,  ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান, ক্লাবের অন্যান্য উপদেষ্টা, নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। 
 
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. খালিদ হোসেন শিশির, সহ-সভাপতি নাফিউর রহমান তামিম, মোহসীন মওলা, সোহানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আরফানুল ইসলাম রিফাত, মোঃ সোয়েব আকন্দ, আফিয়া মুবাশশিরা উর্বি, সাংগঠনিক সম্পাদক নাফিজ রহমান সায়িম, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফা আজমেরী ঝর, রাশেদুজ্জামান, অর্থ সম্পাদক মো. শামীম রেজা, সহ- অর্থ সম্পাদক নাইমুর রহমান আব্দুস সামাদ, প্রচার সম্পাদক ফারদিন হাসান হিমেল, সহ-প্রচার সম্পাদক শেখ ফয়সাল আহম্মেদ।
 
দপ্তর ও বার্তা সম্পাদক জুনাইদুল মোস্তফা, সহ-বার্তা সম্পাদক আব্দুস সামাদ, আইন বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম, মো. মেহেদী হাসান, সংগীত ও সাহিত্য বিষয়ক সম্পাদক সৈকত সরকার, মখদুম শাহ, নারী বিষয়ক সম্পাদক কাজী লায়লা, মোছা. আন্নিকা মনিরা খাতুন, মোছা. হুমায়রা কবির তাজমিন নাহার তৃপ্তি, আইটি ও শিক্ষা বিষয়ক সম্পাদক. আনারুল ইসলাম তাইফুল ইসলাম, সাজিল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাহিদুজ্জামান মোল্লা, মুবাসসির রহমান আদিব, ফয়েজ আহমেদ রানা, সাইফ আল ইসলাম, নির্বাহী সদস্য নোশিন তাবাসসুম শেফা, ফয়েজ আহমেদ রানা, সাইফ আল ইসলাম, মো. আবু বকর সিদ্দিক, মোঃ সাররী সাকতী ইউশা, নেয়ামুল হাসান, নওরিন ফাতেমা তোয়া, মোসা. সুমাইয়া জেসমিন, জান্নাত আহমেদ, সাদিয়া ইসলাম প্রিয়া, মিশকাতুর রহমান মাহী, মাকসুদা পারভেজ বিজয়ী, মোসা. নাফিয়া নুসরাত, মোছা. স্বর্নালী খাতুন।
 
উল্লেখ্য, “শিক্ষা, যুক্তি, মুক্তি” এই স্লোগানকে ধারণ করে তরুণ চিন্তাশীলদের বিকাশ এবং মুক্তচিন্তার বিকল্প প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়াসে ডিবেটিং ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। যুক্তির মশাল হাতে নিয়ে ক্লাবটি শিক্ষার্থীদের মাঝে মানবিকতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও নেতৃত্বের দক্ষতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। এই ক্লাব শুধু একটি বিতর্ক সংগঠন নয়, বরং এটি একটি চিন্তনের স্কুল যেখানে প্রশ্ন করা, বিশ্লেষণ করা এবং সত্যকে তুলে ধরা হচ্ছে মূল শক্তি।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর