ইবি'র চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে জায়েদ- নয়ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
১১ জুলাই ২০২৫ ০১:০৭ এএম

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চট্টগ্রাম জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি'র ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জায়েদ হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে ফিনান্স বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নয়ন দাশকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের(টিএসসিসি) ১১৬ নং কক্ষে সংগঠনটি এক মিলনমেলা অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ও আল-ফিকহ্ এন্ড ল বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন(আজহারী) এ নতুন কমিটি ঘোষনা করেন।
উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল মামুন, ইকবাল হোসেন ,আসিফ মাহমুদ, আজিম উদ্দিন ও জাহেদুল ইসলামকে মনোনিত করা হয়েছে।
এছাড়া উক্ত কমিটির অন্যান্য দায়িত্ব প্রাপ্তরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নেমান, মুহাম্মদ রাকায়েত হাসান, ফরহাদুল ইসলাম, সৌকত আলম তালুকদার ইমন।সাংগঠনিক সম্পাদক হিসেবে শামীম উদ্দিন রিয়াদ, নায়েজ মুহাম্মদ জিসান, ইফতেহার উদ্দিন। অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মোস্তাফিজর রহমান মুহিম। দপ্তর সম্পাদক রায়হান নিজামী ,উপ-দপ্তর সম্পাদক সৈয়দ সাজিদ হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক আদিল মুহাম্মদ তাসিফ, উপ-প্রচার সম্পাদক আপনান মোস্তাফিজ, আইটি বিষয়ক সম্পাদক আসিফ উদ্দিন মিরাজ, শিক্ষা সম্পাদক জাহেদুল ইসলাম, সহ-শিক্ষা সম্পাদক শেখ রাসেল, আইন বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো: আব্দুল হান্নান আকিব, সংস্কৃতিক সম্পাদক দানিয়েল রহমান আলিফ, ছাত্রকল্যাণ সম্পাদক মেহরাজ বিন আলম , সহ ছাত্রকল্যাণ সম্পাদক মু: তাকবির হাসান হৃদয়, ছাত্রী বিষয়ক সম্পাদক উম্মে ফজল, চৌধুরী পূর্ণা বড়ুয়া, উপ ছাত্রী বিষয়ক সম্পাদক, সাফরিনা সোলতান,ধর্ম বিষয়ক সম্পাদক আজিজুল হক, পরিকল্পনা বিষয়ক সম্পাদক, মিনহাজুর রহমান।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে সম্রাট জিসান, ফাহিম, সায়েম শরীফ, রিয়াজ, ওয়াহিদ, আবু বক্কর, গোবিন্দ, জয়দাশ, মারুফ, তাহমিদ হাসান, আব্দুল্লাহ, মোরশেদা মিমি ও রাফিকে মনোনীত করা হয়েছে।
এসময় সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি জায়েদ হোসেন বলেন, “ছাত্রদের সার্বিক কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা একটি শক্তিশালী এলামনাই সংগঠন গঠন করবো, যাতে প্রাক্তন ও বর্তমান সদস্যদের মধ্যে একটি দৃঢ় বন্ধন গড়ে ওঠে এবং “চট্টগ্রামের গৌরবময় ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।” এবং নতুন কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করি, যেন ভবিষ্যতে ছাত্রকল্যাণে আরও কার্যকরী ভূমিকা রাখা সম্ভব হয়।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: