মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের আলিম পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫ ২২:০৭ পিএম

বন্যা পরিস্থিতির কারণে বৃহস্পতিবারে (৯ জুলাই) সারা দেশের আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৯ জুলাই) রাত সোয়া ১০টায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু জেলায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিষয়টি বিবেচনায় এনে ১০ জুলাইয়ের আলিম পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি একক কেন্দ্রীয় বোর্ড হিসেবে সারা দেশে একযোগে পরীক্ষা গ্রহণ করে থাকে। ফলে কিছু এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পুরো দেশের পরীক্ষাই স্থগিত করতে হয়েছে। এটি শুধু বৃহস্পতিবারের (১০ জুলাই) পরীক্ষাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। অন্যদিনের পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

মূলত, দেশের বিভিন্ন জেলায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে অনেক জায়গায় প্লাবিত হয়েছে। বিশেষ করে ফেনী, পরশুরাম, নোয়াখালীসহ বেশ কিছু জেলায় পরিস্থিতি বেশি খারাপ হওয়ায় সংশ্লিষ্ট কেন্দ্রে পরীক্ষা পরিচালনা সম্ভব নয় বলে মনে করছে বোর্ড। আর মাদ্রাসা বোর্ডটি কেন্দ্রীয়ভাবে সারা দেশে একযোগে পরীক্ষা নেয়, তাই আঞ্চলিকভাবে পরীক্ষা গ্রহণের সুযোগ নেই। যে কারণে অংশবিশেষে নয়, সম্পূর্ণরূপে ওই দিনের পরীক্ষা স্থগিত করতে হয়েছে।

এর আগে, গত ২৬ জুন সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী। বোর্ডের রুটিন অনুযায়ী এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর