আতশবাজি ফোটানো বন্ধ ও রাস্তা সংস্কারের দাবি ইবি ছাত্রশিবিরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
০৯ জুলাই ২০২৫ ১৭:০৭ পিএম

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে আতশবাজি ফোটানো কর্মসূচি প্রত্যাহার সহ বিভিন্ন দাবি নিয়ে প্রক্টরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখা।
বুধবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে সাক্ষাৎ করেন সংগঠনটির প্রতিনিধিদল। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, প্রচার সম্পাদক হামজা, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্র অধিকার সম্পাদক মো: জাকারিয়া ও প্রকাশনা সম্পাদক শেখ আল-আমিন।
এসময় তাদের উত্থাপিত মৌখিক দাবিসমূহ হলো:
১/ উদযাপন কমিটির গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আগামী ৪ আগস্ট আতশবাজি ফোটানো কর্মসূচি প্রত্যাহার করা।
২/শাহ আজিজুর রহমান হল পকেট গেট থেকে শহীদ আনাস হল পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কার।
৩/ টিএসসিসি থেকে সাদ্দাম হল পর্যন্ত রাস্তা সংস্কার করা।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান আতশবাজি ফোটানো কর্মসূচির ব্যাপারে জুলাই-আগস্ট উদযাপন কমিটির সভায় আলোচনা করবেন বলে আশ্বাস দেন। রাস্তা সংস্কারের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলীমুজ্জামান টুটুলকে অতিদ্রুত সংশ্লিষ্ট জায়গাগুলোতে প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দেন।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: