নোবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের নতুন পরিচালক অধ্যাপক ড. মো. শিবলুর রহমান।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইএসডিএম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শিবলুর রহমান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৪ মে ২০২৫ তারিখে জারিকৃত আদেশে বলা হয়, ড. শিবলুর রহমানকে উক্ত পদে দায়িত্ব প্রদান করা হয়েছে এবং তিনি একই তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন।
নিয়োগের শর্তাবলির মধ্যে উল্লেখ করা হয়েছে, নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তিনি এই দায়িত্ব পালন করবেন, প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা প্রাপ্য হবেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব বহাল থাকবে।
মো. শিবলুর রহমান বলেন, আমি ছাত্রজীবন থেকেই বিভিন্ন এক্সট্রাকারিকুলাম একটিভিটিসের সঙ্গে যুক্ত ছিলাম, তা ছাড়া জাপান ও আমেরিকার ইউনিভার্সিটিগুলোর বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গেও কাজ করার সুযোগ হয়েছিল এবং খুব কাছ দেখেছি।
তিনি আরও বলেন, আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তখন জাহাঙ্গীরনগর অ্যাডভেঞ্চার ক্লাব, সায়েন্স ক্লাব ও ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) মতো বিভিন্ন সামাজিক ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। আমি আমার অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে আমাদের ছাত্রছাত্রীরা বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে ওঠে।
ড. শিবলুর রহমান নোবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডিএম) বিভাগের একজন সহযোগী অধ্যাপক। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের স্যাম হিউস্টন ইউনিভার্সিটির ভিজিটিং স্কলার হিসেবে নিয়োগ প্রাপ্ত আছেন। এছাড়াও বিজ্ঞান ও গবেষণায় বিশেষ অবদানের জন্য জাপানের জিচি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে'দ্যা মোষ্ট ভ্যালুয়েবল পেপার অ্যাওয়ার্ড ২০২৪' প্রাপ্ত হোন যা জাপানের সর্বোচ্চ গবেষণা সম্মাননা।
তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, পরামর্শ ও ক্যারিয়ার উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
উল্লেখ্য ড.শিবলুর রহমান ২০১৫ সাল থেকে নোবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে স্থায়ী শিক্ষক হিসেবে কর্মরত।
নতুন দায়িত্বে তিনি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন, ক্যারিয়ার কাউন্সেলিং, নেতৃত্ব বিকাশ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গঠনে কাজ করবেন।
উল্লেখ্য, পূর্ববর্তী পরিচালক হিসেবে ফলিত গনিত বিভাগের শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন দায়িত্ব পালন করছিলেন। তবে নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণের তারিখ এবং আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
নতুন পরিচালকের নেতৃত্বে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব হবে বলে আশা করা হচ্ছে।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: