ইবিতে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ মে ২০২৫ ২২:০৫ পিএম
আপডেট: ২৪ মে ২০২৫ ১১:০৩ পিএম

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন “ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট” নবনিযুক্ত সদস্যদের  আনুষ্ঠানিকভাবে বরণ করেছে।

শনিবার (২৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে মু. ওয়ায়েস কুরুনীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. কামরুল হাসান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরেক উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল বারী।

অনুষ্ঠানে ব্যতিক্রমের পাঁচটি বিভাগের প্রায় ৩০ জনের অধিক নতুন সদস্য অংশগ্রহণ করেন। নবীন সদস্যরা ব্যতিক্রমের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে সংগঠনের হয়ে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন।

পরিচালক মু. ওয়ায়েস কুরুনী জানান, অচিরেই নবীনদের নিয়ে আনুষ্ঠানিক প্রশিক্ষণ ক্লাস শুরু হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর