ইবিতে ছাত্রশিবিরের তিনদিন ব্যাপী বিজ্ঞান উৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ মে ২০২৫ ০০:০৫ এএম

ইবিতে ছাত্রশিবিরের তিনদিন ব্যাপী বিজ্ঞান উৎসবের উদ্বোধন

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী ‘ইসমাইল আল-জাযারি বিজ্ঞান উৎসব -২০২৫’ এর আয়োজন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা একাডেমিক ভবনের ১০১ নং কক্ষে ‘প্রোগ্রামিং কন্টেস্ট’ এর মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শাখার সভাপতি শোয়াইব আহম্মেদসহ বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।

ইবি শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘ছাত্রশিবির শুধু রাজনৈতিক সংগঠন নয়। তাদের কাজ রাজনীতি করা না, তবে তারা রাজনীতি সচেতন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশকে নিয়ে তারা ভাবে। ছাত্রশিবির হচ্ছে একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান। রাসূল সাঃ প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার আদর্শ মানুষ তৈরির জন্য যে কাজ করা দরকার সেটাই করে যাচ্ছে ছাত্রশিবির। এরই ধারাবাহিকতায় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা আয়োজন করেছি এই সাইন্স ফেস্টের।

তিনি আরও বলেন, ‘আমাদের মাঝে অনেক প্রতিভা আছে কিন্তু সেইগুলো অ্যাপ্রিশিয়েট করার মত লোক নেই। তাদের জায়গা তৈরি করে দেয়া হচ্ছে না। ছাত্রশিবির এই উদ্যোগ নিয়েছে যার মধ্যে যে প্রতিভা আছে তা বিকশিত হোক। দেশের মানুষ দেখুক, সরকার দেখুক। তাদেরকে উৎসাহ দিক, পেট্রোনাইজ করুক। আমরা আশা রাখি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দেশসেরা, বিশ্বসেরা সাইন্টিস্ট বের হয়ে আসবে।’

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর