সাম্য হত্যার বিচার দাবিতে ইবি ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য'র হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে ফের প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
রবিবার (১৮ মে) দুপুর দেড়টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে শুরু করে এই বিক্ষোভ মিছিলটি ডায়না চত্বর প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশে ইবি শাখা ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রুমী মিথুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, মনিরুল ইসলাম এবং আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ উদ্দিন, নুর উদ্দিন, রোকোনুজ্জামান-সহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় ইবি ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রুমী মিথুন বলেন, "ঢাবির মেধাবী ছাত্রনেতা সাম্য জুলাই অভ্যুত্থানে যে স্পিরিট দেখিয়েছিল তা বাংলাদেশের ইতিহাসে অমর। কিন্তু দুঃখের বিষয় এই সাম্য হত্যার কোনো বিচার পাওয়া যাচ্ছে না। সাম্য হত্যার প্রতিবাদে আমরা কোনো মিছিল মিটিং দেখতে পাচ্ছি না। শুধুমাত্র ছাত্রদলের কর্মী বিধায় সাম্যার জন্য কেউ রাজপথে নামতেছে না। আমি আশাকরি সাম্য হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করবে বাংলাদেশ সরকার। যদি জাতীয়তাবাদী ছাত্রদলের একটা কর্মীর উপর আর কেউ আঘাত হানে তাহলে তার দাঁতভাঙা জবাব দেবে ছাত্রদল।"
সমাবেশে ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, "আমাদের ভাই সাম্য যে জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, যার মিছিলে প্রকম্পিত হতো সেই সাম্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানে নির্মমভাবে হত্যা করেছে একটি দুর্বৃত্ত চক্র। কিন্তু এখনও তদন্তের গাফিলতি চলছে, এখনও হত্যার মূল আসামীকে ধরা হয়নি। আমরা ইন্টেরিম সরকারের কাছে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।"
তিনি আরোও বলেন, 'যেভাবেই হোক একটি হত্যাকাণ্ড ঘটতে পারে। সে যে দলেরই হোক, যে মতেরই হোক না কেন। আমরা প্রতিটি মানুষের নিরাপত্তা চাই।"
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: