সমকামিতায় অভিযুক্ত শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: সমকামিতাসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের স্থায়ী বহিষ্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সদস্য বিশিষ্ট উচ্চতর তদন্ত কমিটির সদস্য, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি ড. আশরাফুর রহমান এসে শিক্ষার্থীদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তদন্ত কমিটি ইবনে সিনা ভবনে ভুক্তভোগীদের কাছ থেকে জবানবন্দি নিতে চাইলে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। তারা বলেন, পূর্বের তদন্ত কমিটিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় নতুন করে জবানবন্দি দেওয়ার প্রয়োজন নেই; বরং পূর্বের তথ্য-উপাত্ত থেকেই উচ্চতর কমিটি তদন্ত কার্যক্রম চালাতে পারে।
শিক্ষার্থীরা বলেন, ‘দুই ঘণ্টা মতবিনিময়ের পর নতুন করে জবানবন্দি নেওয়ার প্রস্তাব তদন্ত প্রক্রিয়াকে দীর্ঘায়িত ও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। আমরা মনে করি এটি প্রশাসনের প্রহসন ছাড়া কিছুই নয়। ডিআইজি স্যার আমাদের মামলা ও রেজিস্ট্রারের মাধ্যমে এগোতে বলেছেন। তাই আমরা এই কমিটিকে প্রত্যাখ্যান করেছি।’
শিক্ষার্থীরা আরও জানান, অভিযুক্ত শিক্ষককে পূর্বের তদন্ত কমিটিতে দোষী সাব্যস্ত করা হলেও এখনো স্থায়ীভাবে বহিষ্কার না করায় তারা ক্ষুব্ধ ও হতাশ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলেও ঘোষণা দেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে উচ্চতর তদন্ত কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ড. আশরাফুর রহমান বলেন, ‘বিষয়টি যেহেতু সাব-জুডিস অবস্থায় রয়েছে, তাই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: