ইবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরন ও প্রবীণ বিদায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ মে ২০২৫ ১৭:০৫ পিএম

ইবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরন ও প্রবীণ বিদায়

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সিরাজগঞ্জ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন সিরাজগঞ্জ ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। এসময় নবীনদের এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

বুধবার (১৪ মে) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের (টিএসসিসি) ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রায়হান বিশ্বাস ও সাদিয়া তাবাসসুমের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক ড. মো. শাহাজাহান আলী, সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মো. কাওসার আহম্মেদ, সাধারণ সম্পাদক অর্ণব হাসান এবং জেলার অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক অর্ণব হাসান বলেন, "এটা শুধু একটা অনুষ্ঠান নয় এটা আমাদের জেলার শিক্ষার্থীদের আত্তিক মিলনমেলা। একাডেমিক পড়াশোনার পাশাপাশি নেতৃত্ব গুণাবলি বিকশিত করতে জেলা কল্যাণ একটা বড় মাধ্যম হিসেবে কাজ করে। এজন্য আমাদের সবাইকে সকলের জায়গা থেকে জেলা কল্যাণের প্রতি সদয় হতে হবে এবং দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।"

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. মো. শাহাজাহান আলী বলেন, "আমরা জেলার মানুষ যখন একসাথে থাকি তখন আমরা নিজেদের মধ্যে যেমন সাবলীল ভাষায় কথা বলতে পারি,  নিজের অনুভূতি ব্যক্ত করতে পারি তেমন অন্য কোথাও সম্ভব নয়। কারণ আমাদের ভাষাগত মিল, সাংস্কৃতিক মিলসহ আঞ্চলিকতার মিল রয়েছে। এখানে সবাই আমরা ভলেন্টিয়ার হিসেবে কাজ করি, এখানে কেউ নেতা নয়। জেলা কল্যাণ থেকে আইসিটি বা কম্পিউটার বিষয়ে বিভিন্ন প্রোগ্রাম হাতে নিতে পারি কারণ বর্তমান পৃথিবীতে এগুলো সবথেকে বেশি জীবনমুখী এবং কার্যকরী।"

এসময় তিনি নবীনদের উদ্দেশ্যে বলেন, "তোমাদের প্রত্যেক শিক্ষার্থীর পিছনে একজন গাইডেড ব্যক্তি ছিলো কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর একটা আনগাইডেড পরিবেশে চলে এসেছো। জেলা ছাত্র কল্যাণ তোমাদের গাইডেড হিসেবে কাজ করবে এবং সবসময় সবার আগে সহযোগিতার হাত বাড়াবে।"

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর