ইবি'র 'আবৃত্তি আবৃত্তি'র নেতৃত্বে নওশীন, মাজেদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ মে ২০২৫ ২৩:০৫ পিএম

ইবি'র 'আবৃত্তি আবৃত্তি'র নেতৃত্বে নওশীন, মাজেদ

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) 'আবৃত্তি আবৃত্তি' সংগঠনের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নওশীন পর্ণিনী সুম্মা এবং সাধারণ সম্পাদক হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আব্দুল মাজেদ সাগর দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (১৩ মে) বিদায়ী কমিটির সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. মুক্তারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সুইটি পাল, সাংগঠনিক সম্পাদক হিসেবে বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফারহানা ইবাদ রিয়া, দপ্তর সম্পাদক হিসেবে বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সূচনা ত্রিপুরা, অর্থ সম্পাদক হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মুহিববুল্লাহ নোমান, অনুষ্ঠান সম্পাদক হিসেবে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইনসানুল ইমাম নূর, সাহিত্য সম্পাদক হিসেবে বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তৃপ্তি ঘোষ, প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মায়শা খাতুন, সহ-প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আজিজুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তানজিমা শিকদার তনু, ফোকলোর স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের রাফিদা জামান মিথিলা, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের জান্নাতুল ফেরদৌস বৃষ্টি মনোনীত হয়েছেন।

সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ সাগর বলেন, "আবৃত্তি আবৃত্তি সংগঠন একটি পরিবার। এই পরিবারে ৩ বছর আগে যুক্ত হয়ে অনেক সিনিয়রের স্নেহধন্য হয়েছি। বিদায়ী ভাইয়েরা যে আস্থা নিয়ে আমাদের নতুন নেতৃত্বের উপর একটি গুরুদায়িত্ব দিয়েছেন, সকলের সহযোগিতায় সেই আস্থার মান আমরা রাখতে চাই। সর্বপরি দেশ ও জাতির আত্মিক কল্যাণে 'আবৃত্তি আবৃত্তি'র শুদ্ধতার পরশ পৌঁছে যাক। সকলের প্রতি কৃতজ্ঞতা।"

নবনির্বাচিত সভাপতি নওশীন পর্ণিনী সুম্মা বলেন,
‘আবৃত্তি আবৃত্তি’ পরিবার আমার কাছে অত্যন্ত আবেগের জায়গা, মায়ার পরিবার, নির্ভরতার স্থান। আমি জানি না আসলে কতটা যোগ্য এই পদের জন্য, তবে আমি চেষ্টা করব আমার সাধ্য মতো এই পদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে। সর্বোচ্চটা দিয়ে আমার প্রিয় পরিবারকে আগলে রাখতে। নতুন কমিটির সকলের সহযোগিতায় ‘আবৃত্তি আবৃত্তি’ এক নতুন রূপে রূপায়িত হবে—এই আশা রাখি।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর