জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রে ইবি শিক্ষার্থীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ মে ২০২৫ ০০:০৫ এএম

জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রে ইবি শিক্ষার্থীদের প্রতিবাদ

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ পরিবেশনা করা হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির সৌরভের সঞ্চালনয় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মণ্ডল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

ছাত্র ইউনিয়ন ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান বলেন বলেন, “জাতীয় সংগীত বাঙালির ঐক্যের প্রতীক, জাতীয় সংগীত আমাদের রক্তের সাথে মিশে আছে, জাতীয় সংগীত নিয়ে যারা ষড়যন্ত্র শুরু করেছে তাদের বিচার চাই এবং ভবিষ্যতে এমন ষড়যন্ত্র রুখে দেয়ার প্রতিশ্রুতি দিতে চাই।”

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এসএম সুইট বলেন, “জুলাই বিল্পবের একবছর পূর্ণ হয় নাই এরই মধ্যে স্বৈরাচার গোষ্ঠী বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে। জাতীয় সংগীত আমাদের ঐক্যের প্রতীক, যখনই আমাদের স্বাধীকার আন্দোলন হয়েছে, বাঙালি ঐক্যবদ্ধ হয়েছে তখনই জাতীয় সংগীত মূর্তমান প্রতীক হয়ে দাড়িয়েছে। পতিত স্বৈরাচার গোষ্ঠী বিভাজনের ষড়যন্ত্র করছে, আপনারা সবাই সচেতন না হলে জুলাই বিল্পব ব্যাহত হবে। স্বাধীনতা যুদ্ধকে পুজি করে বিগত স্বৈরাচার সরকার ১৬ বছর যে অত্যাচার গণহত্যা চালিয়েছে তেমনি জুলাই বিল্পবকে কেউ পুজি করে ছাত্র জনতার সংগ্রামকে ভূলুণ্ঠিত করতে পারবে না। এই বিল্পপ ছাত্র জনতা সহ আপামর জনগনের।”

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর